শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ২’শ ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল জোমাদ্দার (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ আসামী রাকিবুলকে শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঝাড়াখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত রাকিবুল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার মৃত আজিজ জোমাদ্দারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালি এলাকায় মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারী রাকিবুলকে আটক করা হয় ও তার শরীর তল্লাসী করে ২’শ ২৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তালতলী থানায় ডিবি পুলিশ বাদি হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে হস্তান্তর করেন।
পুলিশ পরিদর্শক( ডিবি) বরগুনা মোঃ বশির আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২’শ২৫ পিস ইয়াবা সহ রাকিবুল নামের এক মাদক কারবারিকে আটক করে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, ডিবি পুলিশ একজন মাদক-কারবারীকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply