আমতলীতে অবশেষে শিক্ষক দম্পতির বদলী | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
আমতলীতে অবশেষে শিক্ষক দম্পতির বদলী

আমতলীতে অবশেষে শিক্ষক দম্পতির বদলী

আমতলী প্রতিনিধিঃ অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলী করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দুই শিক্ষক নতুন স্কুলে বরিবার যোগদান করেছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

জানাগেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে পারিবারিক কলহ রয়েছে। তারা বিদ্যালয় এসে পারিবারিক কলহে অহরহ মারধরে লিপ্ত হন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। তাদের এমন কর্মকান্ড ও অশোভন আচরণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। এ ঘটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম তদন্তে সত্যতা পায়। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটিশনে বদলী করা হয়। বরিবার শিক্ষক সিদ্দিকুর রহমান উত্তর পুর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন। তাদের বদলী করায় উত্তর গোজখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বলেন, ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটিশনে বদলী করা হয়েছে। তারা রবিবার বদলীকৃত বিদ্যালয়ে যোগদান করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!