শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেনের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
এ টুর্নামেন্টে ইউনিয়নের ১৬ টি দল অংশ নেয়।
শনিবার বিকেলে কুকুয়া শহীদ সোহরাওয়াদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্ব কুকুয়া টাইগার্স ও আমড়াগাছিয়া একাদ্বশ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আমান উল্লাহ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ উপজেলা কল্যাণ সমিতির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আল মাহমুদ দিদার হোসেন, রুপালী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক কামাল হোসেন ও যুবলীগ নেতা সোহেল রানা প্রমুখ। সহ¯্রাধীক ফুটবল প্রেমী এ খেলা উপভোগ করেছেন।
প্রধান অতিথি ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আমান উল্লাহ ফিরোজ বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে। তাই খেলাধুলার মাধ্যমে সবাই মিলে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply