আমি আমতলীর বড় গুন্ডা; আমার চেয়ে বড় গুন্ডা কেউ নেই-মেয়র প্রার্থী মতিয়ার রহমান | আপন নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বজ্রপাতে রাজমিস্ত্রির মৃ’ত্যু; আ’হ’ত-২ কলাপাড়ায় আবাসনের সভাপতি দেলোয়ার’র বিরুদ্ধে মানববন্ধন কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা উদ্বোধন সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা গলাচিপায় পানিতে ডুবে যুবকের মৃ-ত্যু কাউনিয়ায় এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে আইনি সহায়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজের দলে কোন জায়গা হবে না- প্রতিমন্ত্রী মহিববুর রহমান কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
আমি আমতলীর বড় গুন্ডা; আমার চেয়ে বড় গুন্ডা কেউ নেই-মেয়র প্রার্থী মতিয়ার রহমান

আমি আমতলীর বড় গুন্ডা; আমার চেয়ে বড় গুন্ডা কেউ নেই-মেয়র প্রার্থী মতিয়ার রহমান

আমতলী প্রতিনিধিঃ আমি আমতলীর বড় গুন্ডা, আমার চেয়ে বড় গুন্ডা কেউ নেই। শুক্রবার সন্ধ্যায় আমতলী বটতলা বাসষ্ট্যান্ডের এক জনসভার এমন বক্তব্য দেন মেয়র প্রার্থী মতিয়ার রহমান। এ বক্তব্যে সাধারণ ভোটারদের মধ্যে ভীতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সমালোচনার ঝড় ওঠে।

জানাগেছে, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী নাজমুল আহসান খাঁন ও মতিয়ার রহমান সভা সমাবেশ করে যাচ্ছেন। তাদের প্রচার প্রচারনা তুঙ্গে। শুক্রবার সন্ধ্যায় আমতলী বটতলা বাসষ্ট্যান্ডের এক জনসভায় মেয়র প্রার্থী মতিয়ার রহমান নিজেকে আমতলী উপজেলার বড় গুন্ডা এবং আমার চেয়ে বড় গুন্ডা কেউ নেই এমন বক্তব্য দেন। ওই সভাবেশের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ওই ভিডিওতে তিনি অপর মেয়র প্রার্থী নাজমুল আহসান খাঁনকে কটুক্তি করে বলেন বসির হত্যার মামলার আসামী নাজমুল। আমতলীর সকল খুনের মহানায়ক তিনি। ইউনুস অর্থনীতিতে নোবেল পুরুষ্কার পেয়েছেন আর তিনি ক্রিমিনালে নোবেল পায়। নান্নু মোনাফেক, বেঈমান ও ভুমিদস্যু। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,একজন মেয়র প্রার্থীর বক্তব্য এমন হওয়া মোটেও সমচিন নয়। এমন লোকের কাছে মানুষ কি সেবা পাবে। ভোটারদের উচিত এমন প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকা।

মেয়র প্রার্থী নাজমুল আহনান খাঁন বলেন, মতিয়ার রহমান প্রায়ই আচরণ বিধি লঙ্ঘণ করে আসছেন। তিনি এক সমাবেশে আমাকে কটুক্তি করে যে বক্তব্য দিয়েছেন চরম আচরণ বিধির লঙ্ঘণ। তার এমন বক্তব্যের বিরুদ্ধে আমি তার শাস্তি দাবী করছি।

মেয়র প্রার্থী মতিয়ার রহমানের মুঠোফোনে (০১৭৩৪৭৫২৬৬৬, ০১৭১৩১৩৮৯৬৬) যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, এমন বক্তব্য আচরণ বিধির চরম লঙ্ঘণ। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!