বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বানারীপাড়ায় আওয়ামীলীগের সুহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে থানা পুলিশের অভিযানে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির খান ও চাখার ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা মো: জিয়া উদ্দীন ছিরনকে এবং উপজেলার চাখার থেকে সাবেক উপজেলা জাসদ নেতা কবির হত্যা মামলার অন্যতম আসামী ও সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম ওরফে গাছ ছালামের ছেলে একই হত্যা মামলার আসামী চাখার ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিয়াবুল ইসলাম ফিরোজ ও যুবলীগ কর্মী জামিল হোসেন অপুকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো: মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মনির ও ছিরন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত ইটভাটা ভাংচুর, চাদাবাজি ও লুটপাট মামলায় এবং ফিরোজ ও অপুকে সাবেক বিএনপি নেতা আনিচ মৃধার দায়েরকৃত ভাংচুর, লুটপাট মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। ওইদিন বিকেলে গ্রেফতারকৃত চার আসামীকে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply