শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।

পরে শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। শিক্ষকদের সর্বসম্মত ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন, কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল আলম বাদল মাতুব্বর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মাঈন উদ্দীন আহমেদ, ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীরচর্চা শিক্ষক মো. সাইফুজ্জামান টুটুল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply