কলাপাড়ায় ছয় কিলোমিটার সড়কের খানাখন্দে ২২ গ্রামের মানুষের ভোগান্তি চরমে | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা
কলাপাড়ায় ছয় কিলোমিটার সড়কের খানাখন্দে ২২ গ্রামের মানুষের ভোগান্তি চরমে

কলাপাড়ায় ছয় কিলোমিটার সড়কের খানাখন্দে ২২ গ্রামের মানুষের ভোগান্তি চরমে

মেজবাহউদ্দিন মাননুঃ তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী চৌরাস্তা পর্যন্ত সড়কটির ৭০ শতাংশ সিলকোট উঠে গেছে। খানাখন্দে একাকার হয়ে গেছে। ফলে জনদূর্ভোগ চরমে পৌছেছে। যাত্রীবাহী মোটরসাইকেল, অটোবাইক, টমটমসহ সকল যানাবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই। অন্তত ২২ গ্রামের মানুষ এই সড়কটির বিধ্বস্ত দশায় ক্ষুব্ধ হয়ে আছেন। কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে সড়কটির অবস্থান। বছরের পর বছর ধরে সড়কটির বিধ্বস্তদশায় মানুষের ভোগান্তির শেষ নেই। তারা দ্রæত সড়কটি সংস্কারের দাবি করেছেন। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগিদের ভোগান্তি সবচেয়ে বেশি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত এই সড়কটি অন্তত ছয় কিলোমিটার দীর্ঘ। সড়কটিতে তেগাছিয়া, আজিমদ্দিন, মেলাপাড়া, পুর্বমধুখালী, পশ্চিমমধুখালী, গোলবুনিয়া, সাফাখালী, ইসলামপুরসহ অন্তত ২২ গ্রামের মানুষ চলাচল করছেন। এছাড়া কলাপাড়া উপজেলা সদর থেকে আশপাশের ইউনিয়নের মানুষও এই সড়ক পথে চলাচল করছে। হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন ধরনের যানাবাহনে চলাচল করছে এই সড়ক পথে। প্রায় চার বছর ধরে সড়কটিতে খানাখন্দ শুরু হয়। বর্তমানে সড়কটির প্রায় ৭০ শতাংশ সিলকোট উঠে গেছে। শুকনো মৌসুমে লাল ধূলায় একাকার থাকে। বর্ষায় কাদাপানি জমে যায়। যানবাহনে চলাচলে ভোগান্তি চরমে। প্রচন্ড ঝাকুনি লাগে। সড়কপাশের বাসীন্দা আব্দুস সোবাহান বলেন, ‘ এই রাস্তাটি মেরামত না করায় ভোগান্তি আরো বাড়বে। অটো-ভ্যানে উঠলে ঠক ঠক করে। মাজা-কোমর ব্যথা করে।’ ভাড়াটে মোটরসাইকেল চালক মাইনুদ্দিন জানান, যাত্রী পেছন থেইক্যা পইর‌্যা যাইতে চায়। গাড়ি টানা যায় না। অধিকাংশ মানুষের মতামত পূর্বমধুখালী থেকে তেগাছিয়া পর্যন্ত রাস্তার অবস্থা বেশি খারাপ। এই অংশ নির্মাণকালে ব্যাপক দুর্নীতি করা হয়েছে।

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, তিনি এই সড়কটি মেরামতের জন্য উপজেলা পরিষদের মিটিংএ বহুবার বলেছেন। এলজিইডি অফিসে দেনদরবার করে আসছেন। শুধু করা হবে-হচ্ছে বলা হলেও সংস্কার করা নিয়ে গড়িমসি চলছে।

এলজিইডি কলাপাড়ার উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, বালিয়াতলী,কলাপাড়া, টিয়াখালী, ধানখালীসহ বিভিন্ন ইউনিয়নে অন্তত ৩০ কিলোমিটার সড়ক ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া খেয়াঘাট থেকে তুলাতলী পর্যন্ত ওই সড়কটিও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!