শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ মিরন খন্দকার (৩২)। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আহত মিরনের পরিবার ও স্থানীয়রা এ মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন আহত মিরনের মা কুলসুম বেগম, মামা হাফেজ মোঃ আমিনুল ইসলাম, বোন রহিমা বেগম, ভাবি সানজিদা বেগম, বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ছালাম সিকদার, স্থানীয় মোঃ আলাউদ্দিন তালুকদার ও মোঃ কামাল গাজী। বক্তারা দ্রুত অভিযুক্ত সোহেল খন্দকারসহ আসামিদের গ্রেফতার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে মধুপাড়া বাজারে মিরন খন্দকারের ওপর অতর্কিত হামলা চালায় তার চাচাতো ভাই সোহেল খন্দকার ও সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের এই হামলায় মিরনের ডান হাত প্রায় ৯০ শতাংশ ও বা হাত আংশিক বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস সিকদার জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন এবং আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
স্থানীয়দের দাবি, মিরনের ওপর হামলাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে আরও প্রভাবশালী মহলের ইন্ধন থাকতে পারে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply