শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশন কলাপাড়া’র আয়োজনে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ১০টায় পৌর শহরের রহমাতপুর গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতেই রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও পরিবেশকর্মী রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন এবং পরিবেশকর্মী ও সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থী অন্তরও অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশনের সদস্য রাফসান রিমন।
বক্তব্যে অতিথিরা বলেন,“এক ফোঁটা রক্ত যেমন একটি প্রাণ রক্ষা করতে পারে, তেমনি একটি গাছ পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারে। তরুণদের এমন সচেতন ও মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
অনুষ্ঠান শেষে রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবীদের একটি তালিকা প্রস্তুত করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply