শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় সড়ক সৌন্দর্য্য বর্ধন ও পথচারীদের বিশেষ সুবিধার জন্য পুরাতন ফেরিঘাট থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিদ্যমান রাস্তার দুই পাশে বর্ধিত ৭/৭ ফুট করে১৪ ফুট ওয়াকওয়ে, ড্রেনেজ, সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হলো। মোট দৈর্ঘ ৭৫০ মিটার।
বৃহষ্পতিবার দুপুর ১টার সময় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম।
এর আগে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদারকে সঙ্গে নিয়ে এই কাজের নির্ধারিত এলাকা পরিদর্শন করেন পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে মাটি কেটে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কাজ শুরু করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম শিকদার, মশিউর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী-কলাপাড়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও পটুয়াখালী জেলা যুবদলের সদস্য মোঃ মামুন শিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শিকদার ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম ঠিকাদারসহ অন্যান্য সুধীজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, কলাপাড়া পৌরসভার দায়িত্ব নেয়ার পর এই প্রকল্প ছিলো আমার প্রথম স্বপ্ন! স্বপ্ন ছিলো পটুয়াখালীর মতো কলাপাড়ায়ও সুন্দর ওয়াকওয়ে হোক। অবশেষে কাজটি শুরু হলো।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply