শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী আন্দোলন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে প্রার্থী নির্ধারণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এ মতামত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে মতামত প্রদান করেন। তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের গোপন মতামত অনুষ্ঠিত হয়। দুই উপজেলা ও দুই পৌরসভাসহ মহিপুর পুলিশি থানার দায়িত্বশীল প্রায় তিন হাজার নেতৃবৃন্দ গোপন মতামত প্রদান করেন।
গোপন ব্যালটে মতামতে যাদের নাম আলোচনায় এসেছে, তারা হলেন-সৈয়দ ফয়জুল করিম, হাবিবুর রহমান হাওলাদার, মাওলানা মোস্তাফিজুর রহমান, মোঃ হাবিবুর রহমান মিছবাহ এবং অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
মতামত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল অঞ্চল) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারী এইচ এম আব্দুল হাকিম। সভায় ইসলামী আন্দোলনের উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য প্রার্থী নির্বাচন কে ঘিরে বৃষ্টি উপেক্ষা করে চরমোনাই পীরের অনুসারী এ দলের নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যতিক্রম ধর্মী প্রক্রিয়ার এই মতামত প্রদান অনুষ্ঠান ঘিরে দলটির নেতা কর্মীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, “মতামতগ্রহণ সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এই মতামত কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।”
স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, তৃণমূলের এমন অংশগ্রহণমূলক প্রক্রিয়া প্রার্থী নির্বাচনে দলীয় ঐক্য ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply