শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেএইচ খান লেলিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীর দুর্বলতা নিয়ে বৃহস্পতিবার বিকেলে ইউসুফ খন্দকার হাসপাতালে ভর্তি হন। পরে রাতে তার ডেঙ্গু শনাক্ত হয়।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত ইউসুফ খন্দকারের বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে।
স্থানীয়দের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও প্রতিকারমূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply