শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা এবং পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পর্যবেক্ষণ টিমের সদস্য মোঃ সেলিম সিকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বশির আহমেদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ তালুকদার প্রমুখ।
বক্তব্যে নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার করতে হবে। বিশেষ করে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করে তাকে জাতীয় সংসদে এমপি নির্বাচিত করার জন্য এখন থেকেই মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মী সভায় টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply