শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্ক: কলাপাড়া ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে রোববার (৮ আগস্ট) আসর নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালীর পাঙ্গাশীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মোঃ আতাউল্লাহ বোখারী।
এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার ছাত্র ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
চিকিৎসা কেন্দ্রটির নতুন ঠিকানা হলো-কলাপাড়া নতুন বাসস্ট্যান্ড, পানির ট্যাংকের নিচতলা। ডাঃ সুদর্শন মন্ডল জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply