বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটন উন্নয়নের লক্ষ্যে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩০০ মিটার দীর্ঘ সৈকত সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ২৯ মে জোয়ারের পানিতে বিলীন হয়ে যায়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সড়ক ধসে যাওয়ার পর ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর এলাকার জনগণ মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ করে। ঘটনার তদন্তে নামেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন এলাকায় ধসে যাওয়া সড়কের কাজের মান পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বাধীন একটি টিম। এ সময় দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ও অন্যান্য স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, এ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় ইট ও বালু দিয়ে নিম্নমানের কাজ করায় সড়কটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নাগরিক সমাজ এই প্রকল্পকে ‘দৃষ্টান্তমূলক ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করছেন। তারা প্রকৃত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পটি অপরিকল্পিত ও দুর্নীতিপূর্ণ। ৪ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেছে, যা সম্পূর্ণ জলে বিলীন হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রকল্প শুরুতেই একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ছিল যা হয়নি। আমাদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তী করণীয় বিষয়ে উপরের কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply