বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যোগে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে “স্বপ্ন সারথি” দলের কিশোরীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল “এসো, আবেগের যত্ন নেই”।
মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল সমন্বয়ক বিভাস চন্দ্র তরকদার, জেলা সমন্বয়ক মো. নেফাজ উদ্দিন, জেলা ব্যবস্থাপক (সেলপ) মো. জাহাঙ্গীর হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবী) এম. এ. হান্নান, অফিসার (সেলপ) রিপন চন্দ্র দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সবুজ মিয়া ও প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান।

প্রশিক্ষণে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, স্বপ্ন পূরণে বাঁধা মোকাবিলা ও বাল্যবিবাহ নিরোধক আইন ২০১৭ সম্পর্কে ধারণা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কিশোরীদের পরামর্শ দেন, এলাকায় বাল্যবিবাহের মতো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ, থানা বা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানিয়ে প্রতিরোধ গড়ে তুলতে।
আয়োজকদের মতে, এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা এবং স্বপ্ন পূরণে এগিয়ে আসবে, যা দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ আরও বাড়াবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply