বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌরসভার বাদুরতলী এলাকায় তাসফিয়া তাবচ্ছুম রাইছা (১৫) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগষ্ট) বিকেল ৫টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। কলাপাড়া পৌর শহরের বাদুরতলী ৯ নম্বর ওয়ার্ডের মোঃ আরিফুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা এলাকার তাসফিয়া নানা রুহুল আমিনের (৭০) বাড়িতে থাকতেন। বিকেলে নানা-নানির ঘরের মধ্যে ওলনা দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে নানী দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নানা-নানি ও প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাসফিয়া প্রায় ৩-৪ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply