বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল হওয়া একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৩০ আগস্ট) নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ ট্রলারটিকে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় শনাক্ত করে।
নৌবাহিনী জানায়, ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রলারটি প্রায় দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান ছিল। এ সময় খাদ্য ও পানির সংকটে জেলেরা চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় যুদ্ধজাহাজটি। নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে সব জেলে সুস্থ রয়েছে।
জানা যায়, ট্রলারটি গত ১৫ আগস্ট সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়ে। পরে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের নিরাপদে টোয়িং করে হস্তান্তর করা হয় কোস্টগার্ডের ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রসীমার নিরাপত্তা, জেলেদের জীবনরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র সম্পদ সুরক্ষায় তাদের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply