বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় মাদক (গাঁজা) সেবনের দায়ে আরো চার ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এরা হলেন, লাল মিয়া গাজী (৫১), মো. আলী হৃদয় (২০), মো. শামীম (২২) ও বেল্লাল ফকির (২১)। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌর শহরের ফিশারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এদন্ড কার্যকর করা হয়।
উল্লেখ্য বৃহস্পতিবার মধ্যরাতে মাদ সেবনের দায়ে পৌর শহরের আরো দুই ব্যক্তিকে দুই জনকে ১৪ দিনের কারাদন্ড দেওয়া হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply