বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিয়ের কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচজনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।
জানাগেছে, ঢাকাগামী সাকুরা পরিবহন কুয়াকাটা থেকে শুক্রবার বিকেলে ছেড়ে আসে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মানিকঝুড়ি নামকস্থানে যাত্রী নামানো একটি সিএনটির ওপর তুলে দেয়। এতে ওই সিএনজির ৭ জন যাত্রী আহত হয়। পরে সাকুরা পরিবহন বাসটি দ্রুত গতিতে চালিয়ে বিয়ের যাত্রীবাহী আরেকটি সিএনজির ওপর তুলে দেয়। এতে দুইটি সিএনজির ১৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ইউসুফ খাঁন (৬৫), কালাম হাওলাদার (৪০), মোশাররফ (৪৫), আবু সালেহ খাঁন (৪০), আফজাল খাঁন (৩৫), রহিম খাঁন (২৫), শামীম হাওলাদার (৩৫), মোসাঃ জেসমিন আক্তার (৪৫), ফেরদৌস (১৮), এমি (২০) ও আজিজ খাঁনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক সংঙ্কটজনক অবস্থায় ইউনুচ খাঁন, রহিম খাঁন, আফজাল খাঁন, আজিজ খাঁন ও আবু সালেহ খাঁনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের বাড়ী কলাপাড়া উপজেলা মহিপুর ও আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ঘাটক বাসটি আটক করেছে।
আহত শামীম হাওলাদার বলেন, নিয়ন্ত্রণ হারিয় সাকুরা পরিবহন বাসটি যাত্রী নামানো একটি সিএনজির ওপর তুলে দেয়। এতে সিএনজিতে থাকা ৭ যাত্রী আহত হয়।
আহতদের স্বজন রাসেল মোল্লা বলেন, শুক্রবার সন্ধ্যায় আমতলী ফেরিঘাট জামে মসজিদের বিয়েতে কনে পক্ষের ১০ জন যাত্রী সিএনজিতে করে যাচ্ছিল। পিছন থেকে সাকুরা পরিবহনের একটি বাস সিএনজির ওপর তুলে দেয়। এতে কনে পক্ষের ৮ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাচ্ছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, গুরুতর আহত পাঁচজনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। গাড়ীর চালক ও হেল্পার পলাতক রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply