বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রপাড়ায় ২০ জন এতিম রাখাইন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ নিজাম এবং মিশ্রপাড়ার বৌদ্ধবিহার সাধারণ সম্পাদক মংচো বাবু প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, “অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষা জীবনে তারা যাতে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, সেজন্য সরকার ও প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং থাকবে।”
খাদ্যসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তারা আরও অনুপ্রাণিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply