বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হারুনুর রশিদ (৩২) নামের এক ভূয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর বন্দরের এশিয়া ডেন্টাল সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানকালে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. সুপ্রিয়া দাস ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হারুনুর রশিদ ছয় বছর ধরে নিজেকে দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। তিনি ভিজিট বাবদ তিন থেকে পাঁচশ টাকা পর্যন্ত নিতেন। দাঁতের চিকিৎসক না হয়েও রোগীদের চোখের চিকিৎসা দিতেন বলেও অভিযোগ রয়েছে। তার ভাই আব্দুল হাকিমও দাঁতের ডাক্তার সেজে মহিপুরে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।
গত ৯ সেপ্টেম্বর এক শিশুকে চিকিৎসা করাতে গিয়ে অভিভাবকরা প্রতারণার শিকার হন। সাইনবোর্ডে দেওয়া নম্বরে ফোন করলে প্রথমে আব্দুল হাকিম পরিচয় দেন, পরে হারুনুর রশিদ এসে চিকিৎসা শুরু করেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসীন সাদেক বলেন, “দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন হারুনুর রশিদ। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply