বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে সৈকতের কাউয়ার চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। লাশ উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল।
স্থানীয়দের ধারণা, জোয়ারের সময় গভীর সমুদ্র থেকে ভেসে এসে লাশটি চরে আটকে যায়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply