বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় উপকূলীয় এলাকায় ভাসমান খাঁচায় কোরাল মাছ চাষ কৌশল বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী উপকেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন নদী উপকেন্দ্রের প্রধান ড. মোহাম্মদ আশরাফুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু, গণমাধ্যমকর্মীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ভাসমান খাঁচায় কোরাল মাছ চাষের আধুনিক কৌশল, খাঁচা ব্যবস্থাপনা, খাদ্য প্রদান ও রোগ প্রতিরোধসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। প্রশিক্ষণ শেষে উপকূলীয় এলাকার মৎস্যচাষীরা এ চাষ পদ্ধতিতে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply