রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ৩ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সংগঠনের একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে ব্যাপক গুরুত্ব বহন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। প্রোগ্রাম সার্বিক পরিচালনা করেন স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালার কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।
প্রথম সেশনে স্বেচ্ছাসেবী কাজে সাংস্কৃতিক অঙ্গের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানজিল জামান জয়। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদন নয়, এটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্বেচ্ছাসেবী কাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবীদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সমাজ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
দ্বিতীয় সেশনে কাজের দক্ষতা অর্জন এবং ফিল্ড ওয়ার্কিং, গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন বিষয়ে ধারণা দেয় প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। তিনি স্বেচ্ছাসেবী কাজকে আরও কার্যকরভাবে পরিচালনার কৌশল, তথ্য উপস্থাপনার দক্ষতা, দলগত কাজের গুরুত্ব এবং আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু। তিনি বলেন, স্বেচ্ছাসেবী কাজ একটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। নতুন প্রজন্ম যদি সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে, তবে সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবার ভূমিকা আরও প্রসারিত হবে।
কর্মশালায় সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রশ্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। আয়োজকরা জানান, এ ধরনের নিয়মিত কর্মশালা সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলগত নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
দিনব্যাপী এ কর্মশালায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply