পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক-এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ জনগুনীকে দেয়া হলো অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রয়োজনীয় স্থানেই সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে: ত্রাণ উপদেষ্টা ‘অচিরেই কলাপাড়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে হবে’ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়ায় যুবদলের সাংগঠনিক সভা টিয়াখালীতে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে বিএনপিতে ১৪ জনের যোগদান কলাপাড়ার চম্পাপুরে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ার টিয়াখালীতে প্রশাসনিক কর্মকর্তা জলিলের বিদায় ও রাশেদের বরণ অনুষ্ঠান কলাপাড়ায় পূর্ব জমিজমা বিরোধে কৃষককে পি’টি’য়ে জ’খ’ম
পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক-এবিএম মোশাররফ হোসেন

পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক-এবিএম মোশাররফ হোসেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক। জামায়াত ইসলামিসহ ইসলামী দলগুলো যে দাবি করছে তা বাস্তবায়ন করতে হলে আরপিও সহ সংবিধান সংশোধন করতে হবে। আর নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করতে হবে। শনিবার রাত ৭টায় কলাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গত ৫ আগষ্টের পর সকল ধর্মের মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থকরা শান্তিতে রয়েছেন। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় না থেকেও দলের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মতের ও দলের মানুষ কে নিয়ে কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করা হয়েছে।’ আমরা বিএনপি সংবাদ মাধ্যমের সঙ্গে সেতুবন্ধন তৈরী করতে চাই।

কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।

সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমুখ।

মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!