রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)সমূহ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মরত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা নবাগত ইউএনও মোঃ কাউছার হামিদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
নবাগত ইউএনও মোঃ কাউছার হামিদ বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি কার্যক্রমের পাশাপাশি এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকল কার্যক্রম বাস্তবায়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে এনজিও প্রতিনিধিরা ইউএনও মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply