বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় মোঃ ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের আড়াই কড়ি জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা স্প্রে দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়ি জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। বৃহস্পতিবার সকালে তিনি জমির পরিচর্যা করতে গেলে দেখতে পান-অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাঁর ক্ষেতের মধ্যে প্রবেশ করে চারার ওপর ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। এতে মুহূর্তেই চারাগাছগুলো শুকিয়ে যেতে শুরু করে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার জানান, আড়াই কড়ি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষ শুরু করেছিলেন। কিন্তু স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ায় তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে।
তিনি বলেন, “আমি ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। বুঝতে পারলাম কেউ স্প্রে মেরে নষ্ট করেছে। এখন আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। কীভাবে ঋণ শোধ করবো জানি না।”
স্থানীয়রা মনে করছেন, পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply