বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া থানার এএসআই মো. রাসেল খান নভেম্বর ২০২৫ ইং মাসে পটুয়াখালী জেলার বেস্ট পারফর্মার (শ্রেষ্ঠ) এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বের ভিত্তিতে মূল্যায়ন শেষে এএসআই মো. রাসেল খানকে বেস্ট পারফর্মার হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
এ সময় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এই অর্জনকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা।
এ সময় এএসআই মো. রাসেল খান বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও উদ্যমী করে তুলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতায় ভবিষ্যতেও জনসেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যেতে চাই।”
এ অর্জনে কলাপাড়া থানার পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply