বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজী (৫৯) তার দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চাকরি জীবন শেষ করেন।
আব্দুল মন্নান ফরাজীর বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের জনক।
তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুমন চন্দ্র রায়, সুভাষচন্দ্র বিশ্বাস, গিয়াস উদ্দিন, মিলেনেন্দু ও নুরুল হক। এছাড়াও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ সুলতান গাজী, মোঃ মিঠু মৃধা, রফিক মৃধা, মোঃ ফারুক মোল্লা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আব্দুল মন্নান ফরাজী দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবন বিদ্যালয় পরিবারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবনের জন্য দোয়া কামনা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply