বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী–৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে তিনি কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদ-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল এবং অ্যাডভোকেট নুরু হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়ন দাখিল শেষে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি পটুয়াখালী–৪ আসনের জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ আসনের সাধারণ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় দেবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply