রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পৃথক দুটি স্থানে গলায় ফাঁস দিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ও বিকেলে এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায়। সেখানে নূর মোহাম্মদ প্যাদা বাড়ির একটি ভাড়াটিয়া রুমের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আ/ত্ম/হ/ত্যা করেন মো. ওমর ফারুক (২৩)। তিনি বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী ইউনিয়নের বাসিন্দা নজরুল হাওলাদারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওমর ফারুক ঘরের ভেতরে একাই ছিলেন। পরে তার মা খাদিজা বেগম কাজ শেষে বাসায় ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে নামিয়ে ফেলে পুলিশে খবর দেয়। পরে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন বিকেলে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লোন্দা আবাসনে নিজ বসতঘর থেকে মো. আল আমিন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার খোকন হাওলাদারের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে আল আমিন ঘরের ভেতরে একাই ছিলেন। পরে তার মা নুপুর বেগম বাড়িতে এসে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ছেলেকে ঝুলন্ত দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আল আমিনকে নামান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই ঘটনায় আ/ত্ম/হ/ত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply