শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনা-১ আসনের সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি। ভারতীয় দুতাবাসের সুপারিশে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। কিন্তু আমাদের দুভাগ্য তিনি পাঁচবার সাংসদ হয়েও বরগুনার কোন উন্নয়ন করেনি। ফলে বরগুনা জেলা এতো অনুন্নত। এর মধ্যে আমতলী উপজেলা আরো অনুন্নত। আমতলীর মত এমন অনুন্নত উপজেলা বাংলাদেশের কোথাও নেই। বরগুনা জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবসার কোন উন্নয়ন নেই। বরগুনা জেলার উন্নয়নের ব্যাপারে কোন জনপ্রতিনিধি কাজ করেনি। বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজারে তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা এ কথা বলেছেন। তিনি আরো বলেন, বরগুনার তালতলীতে পর্যটন সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন জনপ্রতিনিধি এ সম্ভাবনাময় উন্নয়নের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। লেবুখালীর সেনানিবাস বরগুনার ফুলঝুরি হওয়ার কথা ছিল। জমি অধিগ্রহনের জন্য নোটিশ দেয়া হয়েছি কিন্তু জনপ্রতিনিধিদের অসহযোগীতার সেই সেনাক্যাম্প চলে গেছে লেবুখালী। তিনি আরো বলেন, ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। ইনশা আল্লাহ বিএনপি সরকার গঠন করলে বরগুনা জেলার সকল উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, আর এ নির্বাচনে হুজুরেরা যেভাবে ভোট চায়, আমার জীবনে আমি প্রথম শুনেছি। সারা জীবন শুনে এসেছি, আমাকে ভোট দেন আমি উন্নয়ন দেব, নিরাপত্তা দেব, কিন্তু এবারের নির্বাচনে শুনছি আমাকে ভোট দেন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে সে নিজে জান্নাতে যাবে কিনা? তারা কি ইসলাম কায়েম করতে চায়? হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ লিমন হাওলাদারের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এলিনা জামান, স্বনির্ভর নিষয়ক উপ- কমিটির সদস্য আসমা আজিজ, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খাঁন, মাহবুব ইসলাম মৃধা, তরিকুল ইসলাম টারজান ও অ্যাডভোকেট মহসিন মিয়া প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply