মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ
যশোরের শার্শার সামটা গ্রামে পাঁকা রাস্তার পাশে একটি আমবাগানের ভেতর থেকে রবিবার সকালে (৬ ডিসেম্বর) ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট মোঃ রফিকুল ইসলাম খাদেম (৩৫) কে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মোঃ রফিকুল ইসলাম খাদেম শার্শা থানার সামটা গ্রামের জেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। এক বছর আগে তার আপন দুই ভাই ফারুক হোসেন ও আজিজুল মাদক সহ র্যাবের হাতে আটক হয়। আটকের সময় র্যাবের সাথে গুলি বিনিময় হয় সেখানে তারা নিহত হন।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মাদক সম্রাট খাদেমকে আটক করার জন্য অনেক দিন ধরে সোর্স লাগানো ছিল। আজ তাকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০ দিন আগে মাদক মামলায় জেল থেকে জামিনে এসেছে । তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এ দিকে এলাকার অনেকেই জানিয়েছেন, খাদেম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী তার কোন জমাজমি ছিল না। বর্তমানে তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন আলিশান বাড়ি। এ ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রয়োজন বলে মনে করেছেন এলাকার সূধী সমাজ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply