মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এস এম মোশাররফ হোসেন মৃধা’কে সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান স্বাক্ষরিত এক প্রেস নোটে ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চম্পাপুরের ঘটনা নিয়ে দলের উপজেলা কার্যালয়ে এক জরুরী সভা শেষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক এস এম রাকিবুল আহসান স্বাক্ষরিত এক প্রেস নোটে জানা যায়, চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এস এম মোশাররফ মৃধাকে সাময়িক বহিষ্কার করা হয়।
একই সাথে তাকে ৭ দিনের মধ্যে কেন বহিস্কার করা হবেনা সে মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। এ নিয়ে এস এম মোশাররফ মৃধার বক্তব্য তিনি ষড়যন্ত্রের শিকার। প্রতিপক্ষ অন্যায় ভাবে তার উপর দোষ চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply