শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কবুতর রেসিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে এ কবুতর রেসিং অনুষ্ঠিত হয়। এতে আমতলী কবুতর ক্লাব সভাপতি মোঃ হাজী সেলিমের কবুতর প্রথম হয়।
সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কবুতর রেসিং প্রতিযোগীতার আয়োজন করে। রবিবার সকালে অনুষ্ঠানিকভাকে সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে ২০ জোড়া কবুতর ছাড়া হয়। চিহিৃত করতে কবুতরের পাখায় কবুতর ক্লাবের সিল দেয়া হয়। ২০ জোড়া কবুতরের মধ্যে আমতলী কবুতর ক্লাব সভাপতি মোঃ গাজী সেলিমের কবুতর ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এসে প্রথম, আলমগীর মৃধার কবুতর ১৫ মিনিটে ৫৫ সেকেন্ড এসে দ্বিতীয় এবং এনায়েত হোসেন কবুতর ১৬ মিনিটে ৫৫ সেকেন্ডে আমতলীতে এসে তৃতীয় হয়। এ কবুতর রেসিং বিচারক ছিলেন আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক বলেন, সীল দেয়া ২০ জোড়া কবুতর কুয়াকাটা থেকে ছাড়া হয়েছে। ওই ৩০ জোড়ার মধ্যে সেলিমের কবুতর প্রথম, আলমগীর মৃধা কবুতর দ্বিতীয় এবং এনায়েত করিমের কবুতর তৃতীয় হয়েছে।
ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তিত হওয়ায় আমতলীতে কবুতর রেসিং প্রতিযোগীতার আয়োজন করেছি। মনোমুগ্ধকর এ আয়োজন এই প্রথম আমতলীতে অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, সুবর্ণ জয়ন্তীর দিনটি স্বরনীয় করে রাখার জন্য এ কবুতর রেসিং’র আয়োজন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply