মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে ১০ টায় শহীদ মিনারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো.আফজাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো.শাহজাহান মিয়া এমপি।
ওই সম্মেলনে সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, আলহাজ্ব মো. সুলতান আহম্মেদ প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply