মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন
আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ সোনা মিয়া শুনু হাওলাদারকে (৭০) পিটিয়ে হত্যার ঘটনায় আমতলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সোনা মিয়ার ছেলে জালাল হাওলাদার বাদী হয়ে মোতালেব মোল্লাকে প্রধান আসামী করে ১৩ জনের নামে এ মামলা দায়ের করেন। বুধবার বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, আসামী গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।
জানাগেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের সোনা মিয়া হাওলাদারের সাথে তার ফুফুাতো ভাই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কা নবাড়ীয়া গ্রামের মেনাজ ফকিরের সাথে এক একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই জমিতে মেনাজ ফকির ২০-২২ জন সন্ত্রাসী নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে সোনা মিয়া হাওলাদার তাদের জমি চাষাবাদে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয় ফুফাতো ভাই মেনাজ হাওলাদার। এক পর্যায় মেনাজ ফকির, মোতালেব মোল্লা, আদম আলী ফকির, আবুল মৃধা, মোস্তফা ও তার লোকজন বৃদ্ধ সোনা মিয়া হাওলাদারকে পিটিয়ে হত্যা করে। বুধবার নিহত সোনা মিয়ার মরদেহ ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত সোনা মিয়ার ছেলে জালাল হাওলাদার মঙ্গলবার রাতে বাদী হয়ে মোতালেব মোল্লাকে প্রধান আসামী করে আমতলী থানায় ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। বুধবার বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বাদী নিহত সোনা মিয়া হাওলাদারের ছেলে জালাল হাওলাদার বলেন, মোতালেব মোল্লাকে প্রধান আসামী করে ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, নিহত সোনা মিয়ার হাওলাদারের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply