শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
কলাপাড়া হাসপাতালে এক হাজার ব্যাগ কলেরা স্যালাইন দিলেন এমপি মহিব্বুর রহমান
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া রোগীদের জন্য এক হাজার ব্যাগ কলেরা স্যালাইন ও দুই হাজার খাবার স্যালাইন প্রদান করলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান। বুধবার বিকেল পাঁচটায় তিনি আনুষ্ঠানিকভাবে এই স্যালাইন হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলীন, ডাঃ শাহিন হাওলাদার, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ মাইনুল ইসলাম, ডাঃ সায়মা সুলতানা, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, শাহ্জালাল ইসলামী ব্যাংক খেপুপাড়া শাখার ম্যানেজার মো: তরিকুল ইসলাম হিরন, মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুবলীগ নেতা ভিপি জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ, এমপির সহকারী তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপিত আরিফুল রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার সহ চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বিশিষ্ট শিল্পপতি সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের সৌজন্যে এ স্যালাইন বিতরণ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply