মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন
বরিশালে এম রহমান নিউজ এজেন্সীর হারুন অর রশিদ’র ইন্তেকাল
বরিশাল অফিসঃ বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি, এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ (৫৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকার মৌচাক এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। হারুন অর রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর বরিশাল পুলিশ লাইনস্ জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমাম।
এ সময় জানাজায় অংশ নেন বাংলাদেশ সম্পাদক পরিষদের বরিশাল বিভাগের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, রাহাত খান, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ।
এছাড়া বিভিন্ন মিডিয়ার গনমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের মানুষ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply