শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন
বেনাপোলে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত
মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দরের ৩২নং শেডের সামনে সোমবার (৭ জুন) সন্ধ্যায় মেইন রোডে রাখা ভারত থেকে আমদানিকৃত ২৫ মেট্রিক টন ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকটিতে আগুন ধরে, পণ্য সহ পুড়ে ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে, বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
পণ্য খালাসের কাজে আলমুদারিপ নামে একটি সিএন্ডএফ এজেন্ট নিয়োজিত ছিল বলে জানা যায়।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সদস্য মোঃ লিটন ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টায় প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ২৫ মেট্রিক টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। বৃষ্টির কারণে আগুনের সূত্রপাত মন্তব্য করে তিনি বলেন, ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়।
বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সুমন হোসেন বলেন, কি কারণে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply