শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
আমতলী ইউনিয়ন নির্বাচন; ইভিএম ভোটিং প্রশিক্ষণ
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর চাওড়া ইউনিয়নের ১৭ হাজার ২২৪ ভোটার পেল ইভিএম ভোটিং প্রশিক্ষণ। শনিবার ইউনিয়নের ৯ টি কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে এ ভোটিং প্রশিক্ষণ দেয়া হয়।
জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। এর মধ্যে শুধু চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটদানে ভোটারদের মাঝে আনন্দ বিরাজ করছে। শনিবার উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে চাওড়া ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ২২৪ জন ভোটারকে ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
চাওড়া কাউনিয়া গ্রামের নারী ভোটার সোনাবরু বেগম বলেন, মোরে স্যারোরা ভোট দেওয়া শিহাইছে। মুই কাইলগো ভোট দিমু।
একই গ্রামের ৭৫ বয়সি বৃদ্ধ রফেজ গাজী বলেন, শ্যাষ বয়সে আইয়্যা মেশিনে ভোট দিমু। মোরে শিহাইয়্যা দেছে। অ্যাকছের মজা লাগছে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, চাওড়া ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply