শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
দীর্ঘ ৫৩ দিন পর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
অনলাইন ডেস্ক।। দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) রাত সোয়া ৮ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে তিনি রওনা হন। পরে তিনি একটি সিলভার রঙের গাড়িতে রাত ৮ টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন।
হাসপাতাল থেকে খালেদা জিয়ার সঙ্গে বাসভবন ফিরোজায় এসেছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শামুসদ্দিন দিদার। তিনি বলেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় ম্যাডামকে একটু বিমর্ষ দেখাচ্ছিল। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। তার উন্নত চিকিৎসা দরকার।
এসময় খালেদা জিয়ার বাসভবন ফিরোজা সামনে অপেক্ষামান দলের সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামকে বিষণ্ণ দেখা গেছে। অন্য সময় তাকে আমরা খুব উৎফুল্ল দেখতাম। যেটা আজ দেখা যায়নি। আল্লাহ কাছে চাওয়া তাকে যেন সুস্থ করে দেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, দলীয় নেতাকর্মীদের আগে নির্দেশনা দেওয়া ছিল তার যেন বাসার সামনে ভিড় না করেন।
গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। তিনি করোনামুক্ত হন ৯ মে।
করোনা থেকে মুক্ত হওয়ার পর খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতায় ভোগেন। গত ১৩ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্বর আসে বলে জানা যায়, যদিও বিষয়টি তার চিকিৎসক ও বিএনপির নেতারা স্বীকার করেননি।
এদিকে গত ১৪ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার কিডনি ও লিভার সঠিকভাবে কাজ করছে না।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply