মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নে হতদরিদ্রদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘরের তালিকায় অনিয়ম ও টাকার বিনিময়ে ধনাট্য ব্যাক্তিদের ঘর দেয়ার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রবিবার তদন্ত কর্মকর্তা মোঃ জামিউল হিকমা এ তদন্ত কাজ বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু করবেন।
জানাগেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্প-২ এ অধীনে দ্বিতীয় ধাপে আমতলী উপজেলায় হতদরিদ্রদের জন্য ৩’শ ৫০টি ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রকল্পের আঠারোগাছিয়া ইউনিয়নে ২৫ টি ঘর বরাদ্দ দেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার টাকার বিনিময়ে ধনাট্য ব্যাক্তিদের নামে ঘর বরাদ্দ দেয় এমন অভিযোগ স্থানীয়দের। চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর দেয়ার অভিযোগ এনে ইউপি সদস্য নাশির উদ্দিন মোল্লা গত ১৩ জুন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দেন। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ওই অভিযোগের প্রেক্ষিতে ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ জামিউল হিকমাকে প্রধান করে এক সদস্য তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কর্মকর্তা মোঃ জামিউল হিকমা গত ২০ জুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ও অভিযোগকারী মোঃ নাশির উদ্দিন মোল্লাকে তদন্ত কাজে সহযোগীতার জন্য নোটিশ প্রদান করেন। রবিবার তদন্ত কর্মকর্তা মোঃ জামিউল হিকমা তার কার্যালয়ে এ তদন্ত কাজ শুরু করবেন।
অভিযোগকারী ইউপি সদস্য মোঃ নাশির উদ্দিন মোল্লা বলেন, চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার বিরুদ্ধে টাকার বিনিময়ে ধনাট্য ব্যাক্তিদের ঘর দেয়ার অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করেছি। ওই অভিযোগের তদন্ত কার্যক্রম রবিবার। তদন্তের নোটিশ পেয়েছি। যথা সময়ে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হবো।
আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, যথা সময়ে তদন্ত কমিটির সামনে তথ্য প্রমাণ নিয়ে হাজির হবো।
বরগুনা জেলা ভুমি অধিগ্রহন কর্মকর্তা ও তদন্তকারী অফিসার মোঃ জামিউল হিকমা বলেন, রবিবার তদন্ত কাজে সহায়তার জন্য ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ও অভিযোগকারী মোঃ নাশির উদ্দিন মোল্লাকে নোটিশ দেয়া হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply