সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক।। অতিসংক্রামক ডেলটা বা ভারতীয় ধরনের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে নতুন এক গবেষণা।
বিশ্বখ্যাত ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়, শক্তির শীর্ষে পৌঁছেছে করোনা। নিজের অস্ত্রে আর শান দেওয়ার ক্ষমতা নেই তার। প্রলয় ঘটিয়ে ভাইরাসটি এবার ক্লান্ত।
গত দেড় বছরে ক্রমাগত মিউটেশন ঘটিয়েছে করোনাভাইরাস বা সার্স-কোভ-২। আলফা, বিটা, গামা, ডেলটা একাধিক ধরন তৈরি করেছে ভাইরাসটি। সম্প্রতি পেরুতে ল্যাম্বডা ধরনের সন্ধান মিলেছে। বিজ্ঞানীদের দাবি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেলটা। এর বেশি আর শক্তি বাড়াতে পারবে না ভাইরাস।
তারা বলছেন, গত দেড় বছরে সার্স-কোভ-২ তার ‘তলোয়ার’ বা স্পাইক প্রোটিনের সজ্জাবিন্যাস ও গঠন ক্রমাগত বদলেছে এবং নতুন মিউটেটেড ধরন তৈরি করেছে। এভাবেই মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে লাগাতার ধোঁকা দিয়েছে সে।
গবেষণাপত্রটির সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী আমেরিকার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের কর্মকর্তা এরিক টোপল বলেন, ‘সব ধরনের মধ্যে ডেলটাই সবচেয়ে শক্তিশালী।’ এ বিষয়ে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply