শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
আপন নিউজ অফিস।। কলাপাড়ায় এসএসসি মানবিক’৯০ ব্যাচের সদস্য ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ’র পিতা আবদুল লতিফ গাজীর মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুন) বাদ আসর কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে কলাপাড়া মানবিক’৯০ আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় মানবিক’৯০ ব্যাচের সদস্যরা মরহুমের স্মৃতি চারন করেন। সেই সাথে মানবিক’৯০ ব্যাচের বন্ধুদের একত্রিত থাকার প্রত্তয় ব্যাক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন মানবিক’৯০ ব্যাচের সদস্য চাকামইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার, কলাপাড়া মহিলা কলেজের অধ্যাপক মো.আসলাম সিকদার ও অধ্যাপক নিখিল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি মানবিক’৯০ ব্যাচের নাজমিন নাহার ডলি, মো. লিপন, মো. আব্বাস উদ্দিন, মো. কে এম প্রিন্স, মো. সিদ্দিকুর রহমান, দিলীপ হাওলাদার, সুকান্ত ভট্রাচার্য্য, মো. শফিকুল ইসলাম, মে. আনোয়ার, মো. হিমু, গৌতম হাওলাদার, মো. আবুল, মো. মুকুল, মো. মনির সিকদার, মো. রফিকুল ইসলাম মিরাজ, মো. নাসির উদ্দিন, মো. সোহেল, মো. পাবেল, মো. মন্নান খান, মো.বশির, মো. বাবুল, মো. হেমায়েত উল ইসলাম প্রমূখ।
মানবিক’৯০ ব্যাচের সদস্য ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ বলেন, অনেক যায়গায় ঘুরেছি অনেক বড় বড় ব্যক্তির সংস্পর্শে কাটিয়েছি কিন্তু এই ব্যাচের বন্ধুদের সান্নিধ্যে যে শান্তি পেয়েছি তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, আপনার সব ব্যাপারে আপনার সাথে থাকবে এমন তিন জন লোক যার আছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখানে আপনাদের সংস্পর্শে এসে আমি আমার বাবার মৃত্যু কষ্ট ভূলে গেছি।
আলোচনা অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply