রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ
নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি মামলার রায় হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।
ফেনীর নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আইসিটি আইনে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের রায় আজ। বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ রায় দেবেন।
এরই মধ্যে মামলার একমাত্র আসামি মোয়াজ্জেমকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। গত ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।
এই মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। গত ২৭ মে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৬ জুন ওসি মোয়াজ্জেম’কে গ্রেপ্তারের পর জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠান সাইবার ট্রাইব্যুনাল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply