কলাপাড়ায় ভারসাম্যহীন সেই মহিলার চিকিৎসা চলছে | আপন নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপা হাসপাতালে চলছে রমরমা কমিশন বাণিজ্য, রোগী এলেই পরীক্ষা তালতলীতে মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি করায় দোকানিকে ১২ দিনের কারাদণ্ড গলাচিপা ইউএনওর স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ তালতলী পায়রা নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলিন ভোট না দেয়ায় জেলে চাল দেয়নি ইউপি সদস্য আমতলী গাজীপুর বন্দর বাজারের স্টলে গোয়ালঘর! কলাপাড়ায় বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুকন্যার মৃত্যু যশোরের শার্শায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কলাপাড়ায় পায়রা বন্দরে রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেসিং আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর
কলাপাড়ায় ভারসাম্যহীন সেই মহিলার চিকিৎসা চলছে

কলাপাড়ায় ভারসাম্যহীন সেই মহিলার চিকিৎসা চলছে

আপন নিউজ ডেস্ক।। অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এই মহিলা (আনুমানিক বয়স-৩৫) কলাপাড়া উপজেলার আলীপুর তিন মাথা সড়কের পাশে পড়ে কাতরাচ্ছিল। বৃষ্টিতে ভিজতেছিল। মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টা। তার ডান পা কোন যানবাহনের নিচে পড়ে গোড়ালির উপর থেকে সম্পুর্ণভাবে ভেঙ্গে গেছে। যেন মানবতা কাদছিল। স্থানীয় কয়কজন অটোবাইকে তুলে প্রথমে কুয়াকাটা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মধ্যরাতে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্মরত চিকিৎসক জরুরি ভিত্তিতে বরিশালে প্রেরণ করার সুপারিশ করেন।



কুয়াকাটার হৃদয়বান বাচ্চুর ও মানবতাকর্মী মোঃ মিন্টু। দুই জনে মিলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের আর্থিক যোগানে ওই রাতেই ভারসাম্যহীন আহতকে বরিশালে নিয়ে পায়ের ব্যান্ডেজ করিয়ে দেয়। ফের পরেরদিন কলাপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। যেন মানুষ অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রবল ইচ্ছা নিয়ে এগিয়ে আসল আরেক হৃদয়বান যুবক “আমরা কলাপাড়াবাসী” সংগঠনের মো. ইমরান। স্থানীয় গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম রয়েলও এগিয়ে গেলেন হাসপাতালে। এরা এখন ওই অসহায় মহিলাটির দেখভাল করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার খোঁজ-খবর রাখছেন। নার্সরাও খোঁজ-খবর নিচ্ছেন। যেন সবাই মিলে একটি ইতিবাচক চিন্তার দুয়ার খুলে এগিয়ে আসলেন।

অসহায় ওই ভারসাম্যহীন মহিলাটির খাওয়া-দাওয়া থেকে শুরু করে চিকিৎসার সকল খেয়াল রাখছেন এসব যুবরা। যেন সবাই মিলে একটি মানবিক সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ওরা সেবা করছেন অসহায় মহিলাটির। জানালেন বাচ্চু, দীর্ঘ লকডাউনে রাস্তার ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন মহিলাকে দুই বেলা খাবারের যোগান দেন এরা। সমাজ গড়ার আধুনিক প্রজন্ম এঁরা যদি না এগিয়ে আসত, হয়তো বা কোন মর্মান্তিক পরিণতির শিকার হয়ে রাস্তায় পড়ে থাকত মানসিক ভারসাম্যহীন এই পা ভেঙ্গে যাওয়া মহিলাটি।

বাচ্চু, মিন্টু ও ইমরান জানান, একটি নির্দিষ্ট সময়ের পরে যদি এই রোগীর পা ভালো নাা হয় তাইলে অপারেশন করানো দরকার হবে। যা নিয়ে তারা আছেন অজানা শঙ্কায়। কীভাবে সামলাবেন এ মহিলাটির চিকিৎসা ব্যয়। ভারসাম্যহীন এ মহিলাটি নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না।
শুধু ক্ষুধার সময় ইশারা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!