মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
পটুয়াখালী সংবাদদাতা।। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন করোনায় আক্রান্ত হয়েছেন। জ্বর এবং স্বর্দি-কাশি নিয়ে শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও তিনি বর্তমানে তার বাসায় চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্র জানা যায়, গত ১ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন পটুয়াখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পজিটিভ আসে। এরপর থেকেই তিনি তার বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর পটুয়াখালী জেলায় সর্বপ্রথম ডাঃ আব্দুল মতিন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন এরপর নির্ধারিত সময় তিনি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন করেন।
পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ভালো আছেন, শনিবার তার অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল রবিবার বাসায় অবস্থান করছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply