মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মাজহারুল ইসলাম মিন্টু বালুন্ডা গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার বাবুর বাড়ির পিছনে বেচাকেনা সময় পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদের নেতৃত্বে একটি টহল সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply